প্ৰথম খবর

ত্রিপুরায় ছাত্রদের জন্য বছর বাঁচাও প্রকল্প !

By thepongkor

May 16, 2020

ত্রিপুরায় ফেল করা ছাত্রদের একই বছরে পরের ক্লাসে ওঠার সুযোগ করে দিতে ‘বছর বাঁচাও’ প্রকল্প চালু হচ্ছে। তাছাড়া বেসরকারি স্কুলেও এবার বই দেবে সরকার।

 

শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এসব তথ্য দিয়েছেন।

তিনি বলেছেন, বই ব্যবসায়ীদের এক অংশ টেক্সট বইয়ের সাথে নোট বই না কিনলে, টেক্সট বই বিক্রি করতেন না, সেটা আটকাতে সরকার ছাত্রদের পৌঁছানোর বই ব্যবস্থা করেছে । তিনি আট ক্লাস পর্যন্ত বীনামূল্যে বই দেয়ার কথাও উল্লেখ করেছেন।

উল্লেখ্য, ত্রিপুরায় প্রথম ক্লাস থেকে আট ক্লাস পর্যন্ত বই অনেক বছর ধরেই পড়ুয়াদের বীনামূল্যে দেয়া হচ্ছে। আর নয় ক্লাসের  মধ্য শিক্ষা পর্ষদের বই কেউ ইচ্ছা করলে স্কুল থেকেও নিতে পারতেন।

ব্যবসায় ক্ষতির অভিযোগ এনে বই বিক্রেতারা এবছর ধর্মঘটও করেছেন, এটা নতুন ব্যাপার এই রাজ্যে।

নোট ছাড়া বই বিক্রি না করার অভিযোগ বহু বছর ধরেই আছে। এটা ঘটনা, বইয়ের দোকানে এই সমস্যা পড়ুয়াদের পোহাতেই হয়।

 

শিক্ষামন্ত্রী বলেছেন, বই বিক্রেতারা আবার একটা সুযোগ চেয়েছিলেন, কিন্তু সঙ্কট তৈরি হলে অভিভাবক,সাধারণ মানুষ, মিডিয়া তাকে দোষ দেবেন,ক্ষমা করবেন না,  সেই ভয়ে তিনি তাদের এই সুযোগ তিনি দেননি, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার পরামর্শ দিয়েছেন। তবে শিক্ষামন্ত্রী বলেছেন, তাদের সুযোগ দেয়ার খুব ইচ্ছা ছিল তার।

সব মিডিয়া নিয়ে আসতে, তারা যদি বলেন,সঙ্কটে কোনও প্রশ্ন তোলা হবে না, তাহলে তিনি সুযোগ দিতে পারেন, এই ধরনের অদ্ভুত পরামর্শের কথাও শোনা গেছে।