প্ৰথম খবর

শ্রমিক স্পেশাল ছাড়ল ত্রিপুরা থেকে

By Master

May 17, 2020

ত্রিপুরা থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি ট্রেন আজক রওনা দিয়েছে বিহারের দিকে। জিরানিয়া ষ্টেশন থেকে ট্রেন ছাড়ে। আগামীকাল দুপুরের পর ট্রেন পৌঁছবে বলে আশা করা হচ্ছে। ট্রেনে আছেন ১৯৬৪ জন, তারমধ্যে ৩৭৮ জন শিশু। বলেছেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক।