প্ৰথম খবর

প্রধানমন্ত্রীর প্যাকেজ থেকে ত্রিপুরা পেতে পারে ৪৮০২ কোটি টাকা, বললেন বিপ্লব দেব

By Master

May 22, 2020

ত্রিপুরার বাইরে থেকে যারা আসছেন তাদের জন্য ১৪ দিনের কোয়ারান্টিন বাধ্যতামূলক। এই সময়ে কোয়ারান্টিন থেকে বাইরে এলে ব্যবস্থা নেয়া হবে তাদের বিরুদ্ধে। বলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজ বিকালে মহাকরণে তিনি সংবাদ সম্মেলন করেন। বলেন, আগামী দুমাস ত্রিপুরার জন্য খুব গুরুত্বপূর্ণ। বাইরে থেকে ত্রিপুরার মানুষ আসবেন এসময়ে। প্রধানমন্ত্রী ২০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। তার থেকে ত্রিপুরা ৪৮০২ কোটি ৮৮ লাখ টাকা পেতে পারে বলে সরকার একটি অনুমান করেছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই টাকা রাজ্যের হাতে আসতে পারে। এই টাকা কিভাবে খরচ করা হবে তা নিয়েও সরকার চিন্তাভাবনা করেছে। কিছু টাকা সরাসরি ভোক্তাদের কাছে যাবে এবং কিছু টাকা সরাসরি রাজ্য সরকার পাবে। সংবাদ সম্মেলনে ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এবং মুখ্যসচিব মনোজ কুমার।