করোনার উৎস খুঁজতে ত্রিপুরায় আসা বিশেষজ্ঞ দল শুক্রবার ঘুরে দেখেছেন আগরতলার জিবিপি হাসপাতাল। তার আগে এদিন সকালে বৈঠক করেছেন স্বাস্থ্য সচিবের সঙ্গে। স্বাস্থ্য দপ্তরের অন্য আধিকারিকরাও ছিলেন। গতকাল শিলঙ থেকে সড়ক পথেই ত্রিপুরায় ডাক্তারদের একটি বিশেষজ্ঞ দল এসেছে। তারা বিএসএফ জওয়ানদের মধ্যে করোনা সংক্রমণের উৎসের খোঁজ করছেন। গতকাল তারা ধলাই জেলা সদর আমবাসাতে কথা বলেছেন জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে, ভিডিও কনফারেন্সিং’এ কথা হয়েছে দিল্লির সাথেও। শিলঙের নিগ্রিমসের কমিউনিটি মেডিসিনের প্রধান ডাঃ জি কে মেধির নেতৃত্বে এসেছে তিন জনের বিশেষজ্ঞ দলটি।