শুরু হল ভগত সিং যুব আবাসে চিকিৎসা পরিষেবা। এখানে আনা হয়েছে করোনা আক্রান্ত রোগীদের। গতকালই ত্রিপুরা সরকার এই হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার হিসাবে ঘোষণা দিয়েছিল। আজ খুলল এই সেন্টার। এখানে ৩০০ জনের চিকিৎসা সম্ভব। আজকে এই সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে ২৭ জনকে। জাদের করোনার কোন ধরণের লক্ষণ নেই বা থকলেও অল্প তাদেরই চিকিৎসা হবে এখানে। ত্রিপুরায় বর্তমানে ১১৬ জন কোভিড-১৯ রোগী রয়েছেন। তাদের মধ্যে অনেকের চিকিৎসা হচ্ছে জিবিপি হাসপাতালে।