কুড়ি বছরের বেশি সময় হয়ে গেছে, তারা মিজোরাম থেকে ত্রিপুরায় এসেছিলেন, সামান্য কিছু পরিবার ছাড়া অন্যরা কেউ ফিরে যেতে পারেননি। কিছুদিন আগে ঘোষণা হয়েছে, তারা ত্রিপুরাতেই থেকে যাবেন পাকাপাকি। সেজন্য স্কিমও ঘোষণা হয়ে গেছে। তবে সেটা মানতে পারছেন না অনেকে। আপত্তি জানাচ্ছেন। আজ রাস্তাই অবরোধ হয় কাঞ্চণপুর মহকুমায়। বিভিন্ন জায়গায় তাদের পুনর্বাসনের জন্য জায়গা দেখা হচ্ছে। সেরকমই একটি জায়গা, কাঞ্চণপুরের সাতনালা মনু-ছৈলেংটা রাস্তার পাশে। এসডিএম সেই জায়গা দেখতে যাচ্ছিলেন, তখন তার রাস্তা আটকানো হয়। অবরোধকারীদের দাবি, তাদের মিজোরামেই ফেরত পাঠাতে হবে, রাখা যাবে না কাঞ্চণপুরে।