প্ৰথম খবর

মুখ্যমন্ত্রীকে গণচিঠি ত্রিপুরায়

By Master

May 25, 2020

মুখ্যমন্ত্রীকে পোস্টকার্ডে  চিঠি দিলেন ত্রিপুরার ‘১০৩২৩’ শিক্ষকদের একটা অংশ। নিজেদের সমস্যা জানিয়েবআগরতলার প্রধান ডাকঘরে  মুখ্যমন্ত্রীর ঠিকানায় চিঠি ফেললেন তারা।   ৩১ মার্চ তাদের চাকরি গেছে।  চাকরি ফিরে পাবার  দাবিতে আন্দোলন করছেন  তারা।

আমরা ১০৩২৩ সংগঠনের সদস্যরা বাড়িতে পোস্টার নিয়ে, সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে নিজদের বক্তব্য তুলে ধরেছিলেন  তারা ২২ মে। তারাই আজ চিঠি দিলেন ডাকে।