প্ৰথম খবর

মুখ্যমন্ত্রী বলেছেন, নজরুলের আদর্শেই সবাইকে একসাথে চলতে হবে

By Master

May 25, 2020

কবি কাজী নজরুল ইসলামের জন্ম হয় আজকের দিনেই । ১৮৯৯  সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তার জন্ম। আজ ছিল তার ১২১ তম জন্ম জয়ন্তী। আগরতলার নজরুল ক্লাখাত্রের সামনে সকালে হয় নজরুল জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানের নাম কবি প্রনাম। ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। লকডাউনের কারণে সামাজিক বিধি নিষেধ মেনেই ছোট্ট পরিসরে হয় অনুষ্ঠানটি। মুখ্যমন্ত্রী এখানে বলেছেন, নজরুলের আদর্শেই সবাইকে একসাথে চলতে হবে।

নজরুল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। কবি, সুরকার, গান লিখেছেন, নাটক লিখেছেন, অন্যদিকে তিনি দার্শনিক এবং যুদ্ধে অংশ নেয়া সৈনিক।  ভারতে জন্ম হলেও পরবর্তী সময়ে চলে যান বাংলাদেশে। ওদেশের জাতীয় কবিও তিনি। তার কলমেই লেখা হয়েছে দারুন সব গজল, শ্যামা সঙ্গীত, এবং ইসলামিক গান। সেই অর্থে নজরুল ধর্মীয় উদার মানসিকতার মানুষ।