ত্রিপুরার নতুন ১১ জন করোনায় আক্রান্ত বলে ঘোষণা করা হয়েছে আজ সকালে।তাদের মধ্যে সাত জন বিএসএফ ৮৬ নম্বর ব্যাটেলিয়নের। আগেও তাদের কোভিড-ওয়ান নাইন টেস্ট হয়েছিল। তখন ছিলেন নেগেটিভ। কিছু করোনা লক্ষণ দেখা দেয়ায়, আবার টেস্ট করা হয় গতকাল। এরকম দশ জন ছিলেন বিএসএফের সেই ব্যাটেলিয়নে। তাদের মধ্যে সাতজন পজেটিভ, বলেছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। নতুন করে খোঁজ পাওয়া এগার জনকে আনা হয়েছে আগরতলায় ভগত সিং যুব আবাসে চিকিৎসার জন্য। জিবিপি হাসপাতাল থেকে আজ ছাড়া পেয়েছেন ২২ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া হয়েছে ৬৪ জনকে। আগরতলায় চিকিৎসায় আছেন ১০১ জন।
বাংলাদেশে ত্রিপুরার ৫৩ জন আটকে আছেন। তারা ত্রিপুরায় ফিরতে চাইছেন। তাদের ফেরত আনার জন্য কথা চলছে। রাশিয়াতে আছেন নয় জন ত্রিপুরার। ইউক্রেনে আছেন ২৫ জন। তাদের ফিরিয়ে আনার জন্য ভারত সরকার উদ্যোগ নিয়েছে। তাদের উত্তরপূর্বাঞ্চলের অন্যদের সঙ্গে গুয়াহাটিতে আনা হবে। সেখান থেকে ত্রিপুরা সরকার তাদের আনবে।