প্ৰথম খবর

‘১০৩২৩’ শিক্ষকরা এপ্রিলের বেতন দাবি করেছেন

By thepongkor

May 04, 2020

 

 

 

‘১০৩২৩’ শিক্ষকরা  সারা রাজ্যে এপ্রিল মাসের বেতন, এই অংশের যারা মারা গেছেন তাদের পরিবারে চাকরি এবং শিক্ষামন্ত্রীর বলা তাদের জন্য সুপ্রিমকোর্টে যাওয়ার বিষয়টি তাদের অবগত করা।

 

ত্রিপুরার হাজার হাজার শিক্ষকের চাকরি শেষ হয়ে গেছে ৩১ মার্চ। আদালতের রায়ে তাদের চাকরি গেছে। শেষ দিকে তারা চুক্তিবদ্ধ হিসেবে ছিলেন।