প্ৰথম খবর

১৭ মে শেষ হচ্ছে ত্রিপুরা স্বশাসিত জেলার নির্বাচিত চলতি পরিষদের মেয়াদ

By Master

May 12, 2020

১৭ মে’র পর ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের দায়িত্ব চলে যাচ্ছে ত্রিপুরার রাজ্যপালের হাতে। সেদিন শেষ হচ্ছে এখনকার নির্বাচিত পরিষদের মেয়াদ। লকডাউনের কারনে নির্ধারিত সময়ে নির্বাচন করা যায়নি। তাই নিয়ম মেনেই দায়িত্ব চলে যাবে রাজ্যপালের হাতে। তিনি চাইলে প্রশাসক নিয়োগ করতে পারেন, বা নিজেও দায়িয়্ব নিতে পারেন, ত্রিপুরার আইনমন্ত্রী বলেছেন রতন লাল নাথ। আজ রাজ্য মন্ত্রীসভার বৈঠকে রাজ্যপালের হাতে ক্ষমতা হস্তন্তরের বিষয়ের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বামফন্ট্রের হাতে রয়েছে এখন পরিষদ।