বর্ডার সিক্যুরিটি ফোর্সের ( বিএসএফ) গকুলনগর সেক্টর হেডকোয়ার্টার্সে কোভিড-ওয়ান নাইন’র জন্য স্যাম্পেল নেয়া হয়েছে কর্মীদের থেকে, বলে সূত্রের খবর। স্বাস্থ্য কর্মীরা সেখানে গিয়ে নমুনা নিয়ে এসেছেন।
গকুলনগর ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশালগড়ে। এই রাজ্যের ধলাই জেলায় গত কয়েকদিনে চল্লিশজন বিএসএফ কর্মীকে কোভিড ওয়না নাইন পজিটিভ পাওয়া গেছে। দিল্লিতে বিএসএফ দফতরের দুইটি তালা বন্ধ করে দেয়া হয়েছে। সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, ইত্যাদি নিরাপত্তাবাহিনীতে কোভিড ওয়ান নাইন রোগী পাওয়া যাচ্ছে। প্যারামিলিটারি ফোর্সে সংখ্যায় ৩০০ জন আক্রান্ত।
গকুলনগরে ভারতের নানা জায়গা থেকে আসা কর্মীদের নমুনা নেয়া হয়েছে। বিএসএফ’র তরফে মহকুমা স্বাস্থ্য আধিকারিককে পরীক্ষা করার জন্য অনুরোধ করা হয় বলে জানা গেছে। তবে এও জানা গেছে, গকুলনগরে কারও কোনও লক্ষণ নেই, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নমুনা নেয়া হয়েছে।
ধলাই জেলায় পাওয়া যাওয়া বিএসএফ কর্মী, যাদের পজিটিভ পাওয়া গেছে, তাদের অনেকেরই কোনও লক্ষ্ণ নেই বলে।
ত্রিপুরায় বিএসএফ’র সদর দফতর রাজধানী আগরতলার কাছে শালবাগানে। পাশাপাশিই গ্রান্ধীগ্রাম এলাকা। গত দুই দিনে বিএসএফ আধিকারিকরা আশেপাশের কিছু স্কুল ঘুরে দেখেছেন। আগাম প্রস্তুতি হিসেবে স্কুল দেখে রেখেছেন।