প্ৰথম খবর

আখাউড়া দিয়ে দেশে ফিরলেন ১৩৪ ভারতীয় নাগরিক

By thepongkor

June 18, 2020

নুরুন্নবী ভুইয়া, আখাউড়া

করোনা ভাইরাস  পরিস্থিতিতে  বাংলাদেশের বিভিন্ন স্থানে আটকে পড়া নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেয়া অব্যহত রেখেছে ভারত সরকার। আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৩৪ জনকে ভারতে ফেরত পাঠানো হয়েছে আজ। ফেরত পাঠানো ভারতীয়রা বাংলাদেশ ভ্রমণে এসেছিলেন। এসময় আখাউড়া স্থলবন্দরে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)  নাজমুল হাসান।

আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ দ্বিতীয় দফায় ভারতীয়রা বাংলাদেশ ছাড়ার সময় তাদের সাথেসহ বাংলাদেশ ও ভারত স্থলবন্দর সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভারতে পৌঁছে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে ভারতীয় নাগরিকদের পরামর্শ দেন তিনি। করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন বাংলাদেশে আটক পড়া ভারতীয় নাগরিকরা তাদের বাড়িতে যেতে পারবে বলে সন্তোষ্টি প্রকাশ করেন এবং আটকেপড়া অবস্থা থেকে উদ্ধারের জন্য তারা ধন্যবাদ জানায় ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশ প্রশাসনকে।