ত্রিপুরার আদিবাসী সমাজপতিদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্য অতিথিশালায় আয়োজিত সেই বৈঠকে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, সাংসদ রেবতী ত্রিপুরা, সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা এবং বিজেপি দলের আরও কয়েকজন বিধায়ক। বৈঠকের বিষয়বস্তু ছিল জনজাতি সমাজের আর্থিক সাংস্কৃতিক উন্নয়নে সমাজপতিদের নিয়ে চিন্তন বৈঠক। গত আড়াই বছরে ত্রিপুরার বিজেপি-আইপিএফটি জোট সরকার কী করেছে, তা লিখিত আকারে প্রকাশ করা হয়। উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা দাবি করেছেন, ত্রিপুরার ইতিহাসে এই প্রথমবার সমাজপতিদের নিয়ে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। উপজাতি জেলা পরিষদ দীর্ঘদিন বামেদের হাতে ছিল। উন্নয়ন যা হওয়ার কথা, তা হয় নি। স্লোগান হয়েছে, কথা হয়েছে, কিন্তু কাজ হয়নি। এই সরকার চায় উন্নয়ন। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব’র অভিমত, ব্যাতিক্রমি কিছু করতে পারলে তা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিএবি নিয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছিল। এ বিষয়ে মানুষকে বোঝানোর জন্য বলেছেন তিনি।