কোয়ারান্টিনে থাকা দুই মেয়ের সঙ্গে অশালীন ব্যবহার করেছেন এক সরকারি কর্মী। ত্রিপুরার উনকোটি জেলায় এই অভিযোগ। এলাকার মানুষ অভিযোগ জানিয়েছিলন কুমারঘাটের বিডিওর কাছে। বিডিও মিঠুন দাস চৌধুরী কুমারঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন ওই সরকারি কর্মীর বিরুদ্ধে। অভিযোগ রাজিব কান্তি দেব নামের ঐ যুবক স্থানীয় ভিলেজ কাউন্সিলে কর্মরত। কয়ারান্টিনে থাকা দুই যুবতীর দেখভালের দায়িত্ব ছিল তার ওপর। সে নিজেকে স্বাস্থকর্মী পরিচয় দিয়ে ঐ দুই যুবতীর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ, জানিয়েছেন কুমারঘাট থানার ওসি প্রদ্যুত দত্ত। ওই সরকারি কর্মী অভিযোগ দায়ের হওয়ার পর পালিয়ে গেছেন।
COMMENTS