খোয়াই জেলা হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর করোনা আক্রান্ত বলে ধরা পড়েছেন। তার ছেলেও পজিটিভ । তাদের দু’জনকেই করোনা চিকিৎসার জন্য নির্দিষ্ট জায়গায় পাঠানো হয়েছে।
সেই কারণে আপাতত তিনদিনের জন্য বন্ধ রাখা হয়েছে হাসপাতালটির ফিমেল ওয়ার্ড, বলেছেন হাসপাতালটির সুপার ডাঃ ধনঞ্জয় রিয়াং । ফোনে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওয়ার্ডটি স্যানিটাইজ করা হচ্ছে। চিকিৎসকসহ বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীকে কোয়ারান্টিনের নির্দেশ দেয়া হয়েছে।তাদের মধ্যে আছেন নার্স, জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট, প্রমুখ। ওয়ার্ডটিতে চিকিৎসা নেয়া রোগীদেরও কোয়ারান্টিনে থাকতে হবে।