আগরতলা শহরের বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান চালালো সরকারী আধিকারিকরা। বেশ কিছু মিষ্টির দোকানের অবস্থা বেশ খারাপ। রান্নার জায়গা অপরিষ্কার। নোংরা বাসন-কোসন। কোথায় শৌচালয়ের পাশেই রয়েছে খাবার সামগ্রী। কোথায় ব্যবহার হচ্ছে প্লাস্টিক। মিষ্টির দোকানের রান্নার বাসন মাস খানেক ধরে পরিষ্কার করা হয় নি। বলেছেন ডিসিএম সদর অনিমেষ ধর।
অনিমেষ বাবুর মতে, “এসব দোকান থেকে আমরা মিষ্টি কিনে ঠাকুরকে অর্পণ করছি। চোখ বন্ধ করে ঠাকুরকে দিচ্ছি। দিস ইস ভেরি ব্যাড”।
আগরতলার লক্ষ্মীনারায়ন বাড়ি রোডের একটি মিষ্টির দোকান বন্ধ করে দেয়া হয়েছে। তাদের জরিমানাও করা হবে।