ত্রিপুরায় এক মহিলাকে ডাইনি বলে খুন করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ। ঘটনা বেশ কিছুদিন আগের। পশ্চিম ত্রিপুরা জেলার জিরানীয়াতে। সেখানের চিন্তারাম কোবরা পাড়ার বাসিন্দা আক্রান্ত মহিলা। তিনি বিধবা। তার এক ছেলেও রয়েছে। পাড়ার লোকজনই ডাইনি অপবাদ দিয়ে তাকে মারার চেষ্টা করে বলে অভিযোগ। এ ঘটনায় জিরানীয়া থানাতে একটি অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু ঘটনার প্রায় এগার দিন পরেও কাউকে গ্রেপ্তার করা হয় নি। পরিবারের লোকজন আজ আগরতলায় এসে পুলিশ সদর দপ্তরে পাশ্চিম ত্রিপুরার পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি করেছেন।
এলাকার নাগরিক বিভুতি দেববর্মা বলেছেন, থানাতে বারবার বলা হয়েছে অপরাধীদের গ্রেপ্তারের জন্য। কিন্তু পুলিশ বলেছে সব ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার হয়না। এসব ঘটনা জানানো হয়েছে পুলিশ সুপারকে। এগার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হোক।
দ্য প্লুরাল কলাম থেকে জিরানীয়ার এসডিপিও’কে ফোনে যোগাযোগ করা হয়েছিল বিষয়টি জানতে। কিন্তু তাকে পাওয়া যায়নি।