তিন দিনের মাথায়ও কোভিড আক্রান্তরা বাড়িতে!

শুক্রবার রাতে কোভিড ওয়ান নাইন পজিটিভ হওয়ার খবর পাওয়া যায়। তারপর শনিবার সারাদিন গেছে, রবিবার দুপুর পর্যন্ত তারা বাড়িতেই আছেন, সরকারি অ্যাম্বুলেন্স এসে নিয়ে যায়নি তাদের চিকিৎসার জন্য। সংখ্যায় সাতজন। দক্ষিণ ত্রিপুরার রাজনগরের বিধায়ক সুধন দাস এই অভিযোগ করেছেন।
তার বিধানসভা এলাকায় পাঁচজন, ঋষ্যমুখ বিধানসভা এলাকায় একজন, বিলোনিয়ায় একজন।
” কথা বলা হয়েছে জেলা শাসক, মহকুমা স্বাস্থ্য আধিকারিক, এবং স্বস্থ্য অধিকর্তার সাথেও। তাদের অনুরোধ করা হয়েছে, রোগীদের যেন চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়,” বলেছেন সুধন দাস।

বিরোধীদলীয় উপনেতা, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী এই বিষয়টি নিয়ে ফোন করেছিলেন স্বাস্থ্য অধিকর্তাকে।

“বিকাল তিনটা পর্যন্ত তাদের হাসপাতালে নেয়া হয়নি, অন্তত আমার এলাকার রোগীদের তো নয়ই,” বলেছেন সুধন।

দক্ষিণ ত্রিপুরার চিফ মেডিক্যাল অফিসারকে মোবাইলে ফোন করে পাওয়া যায়নি, ফোন বেজে গেছে। ল্যান্ডফোনের নম্বর ডায়াল করলে, তিনটি ভাষায় শোনা গেছে , আপাতত ফোনটি কাজ করছে না। ফলে এই নিয়ে স্বাস্থ্য পরিসেবা কতৃপক্ষের কোনও বক্তব্য থাকলেও, তা জানা যায়নি।

দক্ষিণ ত্রিপুরার মনুবাজার কম্যুনিটি হেলথ সেন্টার থেকে সিএমও -কে পাঁচ তারিখ জানানো হয়েছিল, অন্য রাজ্য থেকে আসা চারজনের কোনও হদিশ নেই, তার মধ্যে একজন কোভিড পজিটিভ।
সিএমও-কে পাওয়া যায়নি, ফলে জানা যায়নি তাদের পাওয়া গেছে কিনা।
যদি না পাওয়া গিয়ে থাকে, তবে যে পজিটিভ, তার থেকে কম্যুনিটিতে ছড়িয়ে পড়ছে কিনা, তার জবাবও মিলেনি।

COMMENTS