প্ৰথম খবর

ত্রিপুরায়ায় কোভিড আক্রান্ত বাড়ছেই, তিনটি ব্লকের পুরো এলাকা কনটেনমেন্ট জোন

By Master

June 14, 2020

ত্রিপুরার তিনটি ব্লককে কনটেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। তিনটি ব্লকই সিপাহীজলা জেলার। কাঁঠালিয়া, নলছড় এবং বক্সনগর ব্লক, বলেছেন জেলা শাসক সি কে জমাতিয়া। ১৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত থাকবে কন্টেইনমেন্ট জোনের বিধি নিষেধ। ত্রিপুরায় এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১০৬১। শুধুমাত্র সিপাহীজলা জেলাতেই রয়েছেন ৪৮৯ জন। ৪৮৪ জন ট্র‍্যাভেলার, এবং ৫ জন অন্যের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। জেলার করোনা আক্রান্তের সংখ্যা আশঙ্কা তৈরি করেছে। সেদিকে লক্ষ্য রেখেই তিনটি ব্লককে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। গতকাল অতিরিক্ত মুখ্য সচীবের নেতৃত্বে হয়েছে পর্যালোচনা। এই তিন ব্লক থেকে কেউ বেরুতে পারবেন না। কেউ ঢুকতেও পারবেন না। ব্লকের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে পাহারাদার। আশা কর্মীরা এবং অন্য স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দেখবেন, সর্দি- কাশি-জ্বর, ইত্যাদি কারও আছে কিনা। এই তিন ব্লকের দিয়ে যাবার সময় কোনও গাড়ি থামতে পারবে না। যাত্রী তুলতে পারবে না। অবশ্য মহকুমা শাসকের অনুমতি নিয়েই শুধু গাড়ি ঢুকতে পারবে গাড়ি।