প্ৰথম খবর

ত্রিপুরায় আক্রান্ত আরও ১০২ জন!

By Master

June 01, 2020

একবেলায়ই  সংখ্যায় বেড়ে গেল ১০২,  আরেক বেলায় ছিল ৫ । ত্রিপুরায় মোট  কোভিড-ওয়ান নাইন আক্রান্ত ৪২৩ জন।

মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী বলেছেন, ত্রিপুরায়  কম্যুনিটি ট্রান্সমিসন এখনও নেই।  মুখ্যমন্ত্রী সবাইকে অতিসতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, আর সরকারি নির্দেশ মানতে বলেছেন, এবং সহযোগিতা চেয়েছেন।

নতুন করে আগরতলার হাঁপানিয়াতে দেড়শ শয্যার একটি কোভিড কেয়ার সেন্টার খোলা হয়েছে আজ।

আগরতলায় ভগৎ সিং যুব আবাসে একটি এমন সেন্টার আছে। জিবিপি হাসপাতালে রাজ্যের প্রধান কোভিড হাসপাতাল, এখানেই আইসিইউ’র সুবিধা।  আইজিএম হাসপাতালেও ব্যবস্থা রাখা হয়েছে। বিএসএফ’র কাছেও আছে।   জেলায় জেলায়ও রয়েছে কোভিড কেয়ার সেন্টার।

এপ্রিল মাসের ৪ তারিখ,  তখনকার স্বাস্থ্য সচিব ভেন্টিলেটরসহ একশ শয্যার আইসিইউ খোলা হবে জানিয়েছিলেন। সেদিনই চিফ সার্ভিলেন্স অফিসার বলেছিলেন, কুড়িটি ভেন্টিলেটর অর্ডার করা হয়েছে। এই দুই বিষয়ের কী হল, জানা যায়নি। একশ শয্যার আইসিইউ খোলা হয়নি,  তেমন কোনও ঘোষণা অন্তত নেই। ভেন্টিলেটর কুড়িটি এসেছে কিনা,  তা জানা যায়নি।