ত্রিপুরায় আরও ৩২ জন করোনায় আক্রান্ত। আজ ১১৪১ জনের স্যাম্পল টেস্ট হয়েছিল। যে ৩২ জনকে পাওয়া গেছে নতুন আক্রান্ত তার মধ্যে খোয়াই জেলার ১৫ জন, দক্ষিণ জেলার ১০, সিপাহীজলার ৪ এবং পশ্চিম ত্রিপুরা, উত্তর ত্রিপুরা ও ধলাই জেলার ১ জন করে আছেন। বুধবার নতুন কোন আক্রান্তের খবর আসেনি। ত্রিপুরায় এখন মোট আক্রান্তের সংখ্যা এখন ১২৯৬ জন ।