প্ৰথম খবর

ত্রিপুরায় আরও ৩২ আক্রান্ত

By Master

June 25, 2020

 

ত্রিপুরায় আরও ৩২ জন করোনায় আক্রান্ত। আজ ১১৪১ জনের স্যাম্পল টেস্ট হয়েছিল। যে ৩২ জনকে পাওয়া গেছে নতুন আক্রান্ত তার মধ্যে খোয়াই জেলার ১৫ জন, দক্ষিণ জেলার ১০, সিপাহীজলার ৪ এবং পশ্চিম ত্রিপুরা, উত্তর ত্রিপুরা ও ধলাই জেলার ১ জন করে আছেন। বুধবার নতুন কোন আক্রান্তের খবর আসেনি। ত্রিপুরায়  এখন মোট আক্রান্তের সংখ্যা এখন ১২৯৬ জন ।