প্ৰথম খবর

বিলোনিয়ায় আক্রান্ত ‘১০৩২৩’ শিক্ষক

By Master

June 19, 2020

 

ত্রিপুরায় রক্তাক্ত হতে হয়েছে এক শিক্ষককে। ঘটনা শুক্রবার দুপুরে বিলোনিয়া মহকুমার চোত্তাখলায়। আক্রান্ত শিক্ষকের নাম বাদল শীল। তিনি ১০৩২৩ শিক্ষকদের মধ্যে একজন। দুপুরে বাড়ির কাছেই চোত্তাখলা বাজারে কিছু কিনতে এসেছিলেন। সেখানেই তার উপর হামলা হয়। মাথা ফাটিয়ে দেয়া হয়েছে তার। যারা হামলা করেছে তারা হুমকি দিয়েছে, ভবিষ্যতে তিনি যেন কোন আন্দোলনে যুক্ত না থাকেন।

গত কয়েকদিনে বেশ শিক্ষকদের উপর হামলা হুজ্জতির এটি তৃতীয় ঘটনা। রানীরবাজারে আক্রান্ত হয়েছে শিক্ষক চয়ন সাহার বাড়ি। শিক্ষক ভাস্কর দেবের গান্ধিগ্রাম বাড়িতে ঢুকে হুমকি দেয়া হয়েছে। এদিন হামলা হল বাদল শীলের উপর। তার আগে চাকরি ফিরে পাবার আন্দোলনে যোগ দিয়ে লকআপে যেতে হয়েছে শিক্ষক নেতা কমল দেবকে।

ত্রিপুরায় ১০৩২৩ শিক্ষকের চাকরি শেষ হয়েগেছে এ বছর ৩১ মার্চ। চাকরি ফিরে পাবার দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা।

এদিকে আজ দুপুরে আমরা ১০৩২৩ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে একটি ডেপুটেসন দেয়া পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের কাছে। শিক্ষকদের উপর হামলা এবং হুমকির বিষয়গুলি পুলিশের কাছে তুলে ধরেন তারা।