ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এ বছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের বকেয়া পরীক্ষাগুলি বাতিল করেছে। করোনা পরিস্থিতির কারণে বেশকিছু পরীক্ষা নেয়া যায়নি। কথা ছিল পরিস্থিতি স্বাভাবিক হলে বকেয়া পরীক্ষাগুলি করে নেয়া হবে। যেসব পরীক্ষা বাতিল হয়েছে, সেই সব বিষয়ে কী ভাবে নম্বর দেয়া হবে, ইত্যাদি আগামী কিছুদিনের মধ্যে পর্ষদের পক্ষ থেকে জানানো হবে। জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ হবে। পর্ষদ পরিচালিত মাধ্যমিকের নতুন সিলেবাসের ফলাফল আগামী ৩ জুলাই প্রকাশিত হবে। পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ, বলেছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। সিবিএসই, আইসিএসই এবং আরও বেশ কিছু বোর্ড তাদের বকেয়া পরীক্ষাগুলি বাতিল করেছে ইতিমধ্যেই।