সরকারি সভায় ঢুকে পড়ছেন শাসক দলীয় নেতা। কথা বলতে আটকে দেয়া হচ্ছে বিরোধী দলের বিধায়ককে। অভিযোগ করেছেন ত্রিপুরার রাজনগর এলাকার বিধায়ক সুধন দাস। তিনি সিপিআই(এম) থেকে নির্বাচিত।
মুখ্যসচিবকে চিঠি দিয়ে ব্যবস্থা নেবার দাবি দাবি জানিয়েছেন। সুধন দাস লিখেছেন, ১৫ জুন রাজনগর পঞ্চায়েত সমিতির জেনারেল মিটিং ছিল । সেখানে ছিলেন তিনি। সেই বৈঠকে আমন্ত্রিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি এবং সহকারী সভাধিপতিও।
নির্বাচিত প্রতিনিধি না হয়েও সেই সভা মঞ্চে ছিলেন বিজেপি’র রাজনগর মণ্ডলের সভাপতি রণজিৎ সরকার।
সুধন দাস যখন আলোচনা করছিলেন, তাকে দু’বার আলোচনা থামিয়ে দিয়ে বলেন মণ্ডল সভাপতি।
নির্বাচিত না হয়েও এমন সরকারি সভায় ঢোকা, নির্বাচিত সদস্যকে সরকারি কাজে বাধা দেয়া, অসম্মান করা, ইত্যাদি অভিযোগ এনেছেন বিধায়ক। আগেও এমন হয়েছে বলে তিনি লিখেছেন।
আগামী দিনে পঞ্চায়েত আইন এবং বিধি মেনে সভা চালানোর জন্য বলেছেন সুধন দাস।
চিঠির সাথে ছবিও দিয়েছেন তিনি।
COMMENTS