পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, সাংবাদিক অঞ্জন দেব এই অভিযোগ করেছেন আগরতলার পশ্চিম থানায়।
“…………আনুমানিক দুপুর ১২ টা ৪৫ মিনিটে জ্যাকসান গেইট সংলগ্ন পারুল প্রকাশনী দোকানের সামনে একটি খবর সংগ্রহ করতে গেলে যোগী সেনার ত্রিপুরা স্টেট ইয়ুথ প্রেসিডেন্ট সমীর বণিকের নেতৃত্বে কিছু দুস্কৃতীকারী আমার ওপর হামলে পড়ে এবং আমাকে খবর সংগ্রহ করতে বাধা দেয়, পাশাপাশি তারা আমাকে প্রচন্ড মারধর করে, তাতে আমার মাথায় আঘাত লাগে ও আমার ক্যামেরা তারা ছিনতাই করে নিয়ে যায় ।……,“ তিনি অভিযোগ পত্রে লিখেছেন।
ধারালো অস্ত্র দিয়ে তাকে খুনের চেষ্টা করা হয় বলেও তিনি লিখেছেন।
যোগী সেনা নামে একটি সংগঠনের ব্যানারে কিছু যুবক পারুল প্রকাশনী’র দোকানে দুপুর বেলা বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য ওই প্রকাশনীর একজন ‘হিন্দু’ হয়ে ‘ভারত মাতার’ অপমান করেছেন তার ফেসবুক একাউন্ট থেকে। দোকানটি তারা বন্ধও করে দেন।
যোগী সেনা’র পক্ষে বলা হয় তারা কট্টর হিন্দুত্ববাদী।
সাংবাদিকদের একটি সংগঠন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাড়িতে খবরের কাজে গিয়ে সাংবাদিকরা হেনস্তা হয়েছেন বলে অভিযোগ এনেছে প্রকাশিত খবরের কথা উল্লেখ করে । একই সাথে তারা জেলাস্তরের সাংবাদিকদের জন্য সরকারি পরিচয়পত্রের জন্য কোটা সংরক্ষিত রাখার দাবিও করেছেন।
পত্রিকার হকার আক্রান্ত হওয়া, পত্রিকার প্যাকেট পুড়িয়ে দেয়া,ইত্যাদি নানা অভিযোগ সাম্প্রতিককালে ত্রিপুরায় উঠে এসেছে।