প্ৰথম খবর

বাংলাদেশ থেকে আসা সবাই গেছেন ফ্যাসিলিটি কোয়ারান্টিনেঃ জেলা স্বাস্থ্য আধিকারিক

By thepongkor

June 18, 2020

বাংলাদেশ থেকে যারা আজ ফিরেছেন, তাদের প্রত্যেককেই ফ্যাসিলিটি কোয়ারান্টিনে নেয়া হয়েছে।

তারা চৌদ্দ দিন থাকবেন সরকারী ব্যবস্থাপনায়। একজন একটি বেসরকারী হোটেলে থাকবেন,তিনি সেই খচর মেটাবেন। হোটেলে কয়েকটি ঘর আলাদা করে ব্যবস্থা করা আছে। পশ্চিমজেলার স্বাস্থ্য আধিকারিক ডাঃ সঙ্গীতা চক্রবর্তী জানিয়েছেন।

“ প্রত্যেকের সোয়াব টেস্ট হবে। নেগেটিভ এলেও থাকতে হবে ফ্যাসিলিটিতেই চৌদ্দদিন। আর যদি কারও পজিটিভ হয়, তবে তার কন্টাক্টে আসাদেরও টেস্ট করা হবে,” বলেছেন ডাঃ চক্রবর্তী ।