মৃত্যুর চারদিন পর হাসপাতাল থেকে পরিবারের কাছে দেয়া হল ছয় বছরের এক কন্যা শিশুর দেহ। ত্রিপুরায় এই ঘটনা।
উদয়পুরের গকুলপুরের বাবুল সরকার’র মেয়ে তিয়াশাকে গোমতী জেলা হাসপাতাল থেকে আগরতলায়া পাঠিয়ে দেয়া হয়েছিল। রক্তের প্রয়োজন ছিল ছোট্ট শিশুটির। রাস্তায়ই মৃত্যু হয়। সেটা ৪ জুন।
তারপর আগরতলার ত্রিপুরা মেডিক্যাল কলেজ ও ডঃ বি আর আমবেদকর হাসপাতালে তাকে আনা হয়। সেখানে শিশুটির দেহ আটকে থাকে চারদিন। পাঁচদিনের মাথায় ৮ জুন তার দেহ পায় বাবা-মা।
রক্ত পাওয়া যায়নি, একমাত্র সন্তানের মৃত্যু , এবং চারদিন হাসপাতালে দেহ আটকে থাকা।
এক নজির তৈরি হল ত্রিপুরায়।