ত্রিপুরায় এবেলায় কোভিড আক্রান্ত সংখ্যায় বাড়লেন ১০২ জন, ওবেলায় ৪৯ জন। একদিনেই ১৫১ জন। ত্রিপুরায় একদিনে এটাই সবচেয়ে বেশি বাড়ার সংখ্যা, মোট আক্রান্ত পাঁচশো ছাড়িয়ে গেছেন।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সামাজিক মাধ্যমে ১০২ জনের আক্রান্ত হওয়ার খবর জানিয়ে লিখেছেন,”… Most of them have travel history and contact’s” (sic), একই কথা ওবেলায়ও ৪৯ জনের কথা জানাতে গিয়ে লিখেছিলেন। আজ ৭২৮ নমুনা পরীক্ষা হয়েছে বলেও তিনি জানিয়েছেন এবেলায়। ওবেলায় লিখেছিলেন, আজ ৮২১ নমুনা পরীক্ষা হয়েছে। মুখ্যমন্ত্রী ‘ট্র্যাভেল হিস্ট্রি’ নিয়ে এই কথাটি আজই প্রথম লিখেছেন। আগে কোন্ জায়গা থেকে এসেছেন, তা জানানো হয়েছে।
‘Most of them’ কথাটি প্রশ্ন তৈরি করছে, অধিকাংশেরই আসা-যাওয়া এবং কোভিড পজিটিভ কারো সংস্পর্শে আসার বিষয় থাকলেও, অন্যদের কী তা নেই! সেই খোঁজ কি পাওয়া যায়নি! কম্যুনিটি ট্রান্সমিসনের কোনও ইঙ্গিত নয় তো!
গতকাল সিপাহীজলার শাসক সি কে জমাতিয়া বলেছেন, কেন্দ্রীয় সংশোধনাগারের যে বিচারাধীন বন্দী পজিটিভ বলে পাওয়া গেছেন, তার বাইরের রাজ্যে যাওয়ার কোনও ব্যাপার ছিল না।
অবশ্য সরকার কম্যুনিটি ট্রান্সমিসন শুরু হয়েছে বলে কিছু ঘোষণা দেয়নি।