প্ৰথম খবর

সরকারি অ্যাম্বুলেন্সে অক্সিজেনের অভাবে মৃত্যু রোগীর?

By Master

June 17, 2020

 

অ্যাম্বুলেন্সে  আক্সিজেনের অভাবে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার মেয়েরা। ঘটনা আগরতলায়,  আজ দুপুরে। তরুণ কুমার সিনহা  দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়েন। আগরতলার দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্স এলাকায় তার বাড়ি। তার দুই মেয়ে কৃষ্ণা এবং কাবেরী  ফোন  করে অ্যাম্বুলেন্স ডেকে আনেন। অ্যাম্বুলেন্সে   বাবাকে  আইএলএস হাসপাতাল নিয়ে যান।  হাসপাতালের অ্যাম্বুলেন্সেই  স্বাস্থ্যকর্মীরা পরীক্ষা করে জানান যে  তিনি মারা গেছেন। দুই মেয়ে অভিযোগ করেছেন,  অক্সিজেনের অভাবেই  তাদের বাবা মারা গেছেন।গাড়িতে অক্সিজেন ব্যবস্থা কাজ করেনি।

তরুণ সিনহার অন্য আত্মীয়স্বজনও সেখানে পৌঁছান। তারা ক্ষোভ উগড়ে দিয়েছেন।  কয়েকজন অ্যাম্বুলেন্সের  স্বাস্থ্যকর্মীদের দৈহিক লাঞ্চনা করেছেন বলে অভিযোগ। এক মেয়ে ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রীর কাছে জবাব চেয়েছেন স্বাস্থ্যব্যবস্থা নিয়ে। অ্যাম্বুলেন্স যাওয়ার পরেও নানা জিজ্ঞাসাবাদে দশ-পেনরো মিনিট রোগীকে গাড়িতে নিতে দেরি করা হয়েছে বলেও অভিযোগ।   এনসিসি থানার পুলিশ গিয়ে তারা অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা স্বাস্থ্যকর্মীকে নিয়ে আসেন। চালক পালিয়ে যান। রাতে এনসিসি থানার পুলিশ জানিয়েছেন এ ঘটনায় তাদের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। তারা স্বাস্থ্যকর্মীকে ছেড়ে দিয়েছেন।