প্ৰথম খবর

সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

By thepongkor

June 01, 2020

বিএসএফ জওয়ানরা হোম কোয়ারান্টিনের নিয়ম মানেননি। তেমনি শারীরিক দূরত্ব বজায় রাখার যে বিধি-নিষেধ রয়েছে, তাও মানা হয়নি, বলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

বিএসএফ জওয়ানদের মধ্যে করোনা ছড়িয়ে পড়ার কারণ খুঁজতে যে বিশেষজ্ঞ দল এসেছিলেন,  তারা রিপোর্ট জমা দিয়ে গেছেন। সেই রিপোর্ট তিনি পাঠিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকে। বিএসএফ ১৩৬ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্টকে বদলিও করা হয়েছে।

ত্রিপুরাতে এখনও কম্যুনিটি ট্রান্সমিসনের অবস্থা তৈরি হয়নি। এখানে সুস্থ হবার হার ভাল। রাজ্য সরকার চিন্তা করছে কোভিড-ওয়ান নাইন টেস্ট আরও বাড়ানোর ব্যাপারে। বাইরে থেকে যারা আসবেন, তাদের সবার পরীক্ষা করা হবে। তারজন্য আরও একটি টেস্টিং মেশিন আনা হচ্ছে।  এখন  পাঁচ যাত্রীর  একজনের   টেস্ট হচ্ছে। বাইরে প্রায় ৪০ হাজার মানুষ রয়েছেন রাজ্যের।  এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার এসেছেন। কোভিড-ওয়ান নাইন আক্রান্তের সংখ্যা বাড়লেও ত্রিপুরাতে হাসপাতালের বেড এবং চিকিৎসক রয়েছেন। কেন্দ্রীয় সরকার আন্তঃরাজ্য বাস চালানোর অনুমতি দিয়েছে।  ত্রিপুরা এখনই বাস চালাবে না। আগে রাজ্যের মানুষ যারা বাইরে আটকে আছেন আছেন তাদের আনা হবে।

মোদী সরকারের ছয় বছর পূর্তি নিয়ে এদিন সংবাদ সম্মেলন করছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।