প্ৰথম খবর

স্ট্রাইক ব্যালট অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলিতে ধর্মঘটের পক্ষে

By thepongkor

June 19, 2020

পরিচালনাকে কর্পোরেট বানানোর    সরকারি সিধান্তের  অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির কর্মীরা অনির্দিষ্ট সময়ের ধর্মঘটের পক্ষে রায় দিয়েছেন। বুধবারে স্ট্রাইক ব্যালট নেয়া শেষ হয়।

তবে চীনের সাথে অ্যাকচুয়াল লাইন অব কন্ট্রোলে এখনকার  পরিস্থিতি মাথায় রেখে ধর্মঘট কবে থেকে শুরু হবে , সেই ঘোষণা দেয়া হয়নি, তা  হবে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে। তবে বিষয়টা সীমান্ত পরিস্থিতির উপরও নির্ভর করবে।

 

স্ট্রাইক ব্যালটের ডাক দিয়েছিল তিনটি সংগঠন। বামপন্থী  সিট্যু অনুমোদিত , কংগ্রেস অনুসারী ইন্টাক অনুমোদিত  কর্মী সংগঠনের সাথে আরএসএস অনুমোদিত ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘও আছে এই ধর্মঘটের ডাকে।

 

আত্মনির্ভর ভারত উদ্যোগের অংশ হিসেবেই অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির বোর্ডকে কর্পোরেট বানানোর সিধান্ত। তাছাড়া প্রতিরক্ষা খাতে বিদেশি বিনিয়োগ ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭২ শতাংশ করার কথাও বলা হয়েছে।

 

দেশে এক চল্লিশটি অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ৮২ হাজার কর্মচারী আছেন।