প্ৰথম খবর

স্থায়ী জামিনে ছাড়া পেলেন ‘১০৩২৩’ শিক্ষক কমল দেব

By Master

June 13, 2020

ছাঁটাই হওয়া ‘১০৩২৩’ শিক্ষকদের একজন কমল দেব গতকাল গ্রেফতার হয়েছিলেন।  চাকরির দাবিতে তারা আন্দোলন করছিলেন, তার জেরেই গ্রেফতার। আগরতলার একটি আদালত থেকে তিনি স্থায়ী জামিন পেয়েছেন আজ। ত্রিশ হাজার টাকার বন্ডে তাকে ছাড়া হয়েছে।

কমল দেব’র আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক এই খবর জানিয়ে বলেছেন, কমল দেব’র বিরুদ্ধে,  পুলিশকে সরকারী কাজে বাধা দেয়া, অপরাধমূলক ষড়যন্ত্র, ইত্যাদিসহ কোভিড ওয়ান নাইন সংক্রান্ত আইনে অভিযোগ আনা হয়েছে।

অভয় নগর পুলিশ ফাঁড়ি কমল দেব’র বিরুদ্ধে গতকাল স্বপ্রণোদিত মামলা নিয়েছিল।

তার আগেও একবার কমল দেব’র নামে মামলা করেছিল পুলিশ। তিনি সে মামলায় আগাম জামিন পেয়েছিলেন।

আজ আদালত থেকে জামিন পেয়ে শিক্ষক কমল দেব বলেছেন, পুলিশ তার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে।

“কমল অপরাধী না। তিনি  চাকরির দাবিতে সব নিয়ম মেনেই আন্দোলন করছিলেন। পুলিশ তাকে চাপ দিয়েছে, তিনি যেন মুচলেকা দেন যে ভবিষ্যতে আর কোনও আন্দোলন করবেন না। কিন্তু কমল দেব  রাজি না হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে,” বলেছেন কমলের উকিলবাবু। 

 

 

পাব্লিক প্রসিকিউসনের পক্ষে দাঁড়ানো আইনজীবী বিদ্যুৎ সূত্রধর বলেছেন, আদালতে কমল দেব’র বিচারবিভাগীয় হেফাজত চাওয়া হয়েছিল। 

শনিবার আদালতে গিয়েছিলেন কমল দেবের মা, বলেছেন, তার ছেলে পেটের দায়েই আন্দোলন করতে গিয়েছিলেন। সবাই যাতে ডাল-ভাত খেয়ে বাঁচতে পারেন সে কথাও বলেছেন এই মা।

শিক্ষক কমল দেবকে আরও কয়েকজন শিক্ষকের সাথে গতকাল আটক করা হয়েছিল,  তাকে ছাড়েনি পুলিশ। গ্রেফতার করেছে। 

নিজেদের চাকরির দাবিতে শুক্রবারে আন্দোলন করছিলেন শিক্ষকরা।  সবাই ১০৩২৩ শিক্ষক।  কাজের দাবি জানিয়েছিলেন, নিয়মের দূরত্ব বজায় রেখেই। আগরতলার সার্কিট হাউজের সামনে গান্ধী মূর্তির সামনে তারা প্ল্যাকার্ড নিয়ে দাবি জানাচ্ছিলেন। বিশাল পুলিশ বাহিনী নামে,  শিক্ষকদের তুলে নিয়ে যায়। তাদেরই একজন কমল দেব। আগরতলায় অন্য জায়গায়ও এই কর্মসূচী ছিল, তবে অন্য কোথাও পুলিশ শিক্ষকদের আটক করেনি।

গান্ধী মূর্তির পাশে দাঁড়িয়ে শিক্ষকরা রাস্তা অবরোধ করেননি, কিংবা সরকারী সম্পত্তি কিছু ভাঙচুর করেননি।

 অরুন্ধতি নগরের পুলিশ মাঠে,দীর্ঘসময় আটকে রেখে   তাদের ছেড়ে দেয়া হয়।  সেখান থেকে কমল দেব বের হতেই পুলিশ তাকে অন্য একটি গাড়িতে তুলে নেয়।  তাকে নিয়ে যায় এন সি সি থানায়। অন্য শিক্ষকরা খবর পেয়ে ছুটে যান সেখানে।  কিন্তু কমল দেবের সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হয়নি। পুলিশ প্রথমে কিছু বলেনি, পরে অনেক রাতে জানায় কমল দেবকে গ্রেফতার করা হয়েছে, জানিয়েছেন ১০৩২৩ শিক্ষকদের একটি  সংগঠনের নেতা বিজয় কৃষ্ণ সাহা।

গণতান্ত্রিকভাবে দাবি জানাতে গিয়ে গ্রেফতার হওয়ার ঘটনা  ত্রিপুরাতে বহু বহু বছরের মধ্যে নেই।