প্ৰথম খবর

হাঁপানিয়ায় ১৫০ শয্যার কোভিড কেয়ার সেন্টার

By Master

June 01, 2020

ত্রিপুরাতে করোনা চিকিৎসার জন্য আরও একটি সেন্টার খোলা হয়েছে। আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলার জায়গায় করা হয়েছে কোভিড কেয়ার সেন্টার, বলেছেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তার দাবি, ত্রিপুরাতে এখনও করোনা কমিউনিটি ট্রান্সমিসনে পৌঁছায়নি। আজ আগরতলার এমবিবি বিমান বন্দরে পাঁচটি বিমান আসা-যাওয়া করেছে, আগামী তিন মাস এই ব্যবস্থা জারি থাকবে।