প্ৰথম খবর

আবার দু’শো ছাড়িয়ে

By Master

July 24, 2020

ত্রিপুরায় পর পর তিন দিন  নতুন কোভিড আক্রান্তের সংখ্যা প্রতিদিন ছিল  দু’শোর বেশি।  গতকাল একটু কম ছিল,  তাও ১২৬। আজ আবার নতুন  করোনা আক্রান্ত শনাক্তের  সংখ্যা দু’শোর বেশি,  ২০৬ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩৬৮০।  যে হিসাব মুখ্যমন্ত্রী তার সামাজিক মাধ্যমে দিয়েছেন,  তাতে দেখা যাচ্ছে, নতুন ২০৬ জনের মধ্যে ৪২ জন এমন পজিটিভ রয়েছেন,  যারা অন্য আক্রান্তদের সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন। এখন পর্যন্ত আক্রান্তদের সংস্পর্শে এসে সংক্রমিত হবার নিরিখে এটাই সবচেয়ে বড় সংখ্যা। প্রথম দিকে যাদের আক্রান্ত হিসেবে খুঁজে পাওয়া গিয়েছিল,  তাদের  বেশিরভাগ এসেছিলেন ত্রিপুরার বাইরে থেকে। এবার করোনা আক্রান্তদের কাছে গিয়েও আক্রান্ত হয়ে পড়ছেন,  এই সংখ্যাও  উপরের দিকে যাচ্ছে। তাছাড়া কন্টেনমেন্ট জোন থেকেও ৫ জন আক্রান্ত হয়েছেন করোনায়। আজ জেলাওয়াড়ি আক্রান্তদের তালিকায় সবচেয়ে উপরে সিপাহীজলা। এই জেলা থেকে আজ ৬১ জনকে নতুন করে খুঁজে পাওয়া গেছে। বাকিদের মধ্যে ৩৩ জন পশ্চিম ত্রিপুরা জেলার, ২৭ জন উত্তর ত্রিপুরা জেলার, ৪৬ জন গোমতী জেলার, ১০ জন ধলাইয়ের, ২০ জন দক্ষিণ ত্রিপুরার, ৮ জন খোয়াইয়ের, ১ জন ঊনকোটির। এদের মধ্যে ১৩৬ জনকে পাওয়া গেছে এন্টিজেন টেস্টের মাধ্যমে। আজকে আক্রান্তদের মধ্যে ৭ জন বিমানযাত্রী আছেন। ট্র্যাভেল হিস্ট্রি রয়েছে ৭ জনের। আজ সকালে একজন মারা গেছেন, তা নিয়ে মারা যাবার সংখ্যা দশে পৌঁছেছে।