ত্রিপুরাতে সোমবারও আক্রান্তের সংখ্যা একশোর বেশি।
এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন।
সব মিলিয়ে রাজ্যে এখন আক্রান্তের সংখ্যা ১৬৯৩।
এর আগে
দুদিন আক্রান্তের সংখ্যা একশোর বেশি ছিল।
এদিন ১২৬০ জনের সোয়াব টেস্ট করা হয়েছিল।
আক্রান্তদের মধ্যে ১৩ জন বিমানযাত্রী, ২০ জনের করোনার লক্ষণ আছে, আক্রান্তদের সংস্পর্শে এসে করোনা সংক্রমিত হয়েছেন ২৭, কোয়ারিন্টাইনে ছিলেন এখন আক্রান্ত এমন রয়েছেন ২৯, স্বাস্থ্যকর্মী ৪ জন, কোন হিস্ট্রি নেই ২ জনের, ট্র্যাভেল হিস্ট্রি আছে ১৭ জনের।
জেলা ভিত্তিক হিসেবে নতুন ১১২ জনের মধ্যে ধলাই জেলার ৩, পশ্চিম জেলার ১৪, উত্তর ত্রিপুরা জেলার ১, সিপাহীজলার ৯ জন, খোয়াইয়ের ৪০, গোমতীর ৪১, দক্ষিণ জেলার ৩ এবং উনকোটি জেলার ১।
মুখ্যমন্ত্রী তার ফেসবুক পেজে বলেছেন, ১৩ জন আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত ত্রিপুরার ১২১৯ জন সুস্থ হয়েছেন। ১ জন মারা গেছেন করোনায়। ১৩ জনকে পজিটিভ পাওয়া যাবার পর তারা রাজ্য থেকে অন্য জায়গায় চলে গেছেন।