প্ৰথম খবর

একদিনে আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড ত্রিপুরায়, ২২৩ জন

By Master

July 20, 2020

ত্রিপুরায় আক্রান্তের সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। একদিনেই আক্রান্ত ২২৩। গতকাল ছিল ১৭১। সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৮৯২। আজ যারা শনাক্ত হয়েছেন তাদের মধ্যে ১০১ জনই বিএসএফ থেকে। ত্রিপুরায় প্রথমদিকে  বিএসএফ জওয়ানদের মধ্যে প্রচুর সংক্রমিয়ত ধরা পড়েছিলেন, সেই ঢেউ কমে ছিল।   বিএসএফ কর্মীদের  সংক্রমণের কারণ  খুঁজতে  কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলও এসেছিল। এখন আবার   বিএসএফ-এ  গত কয়েকদিনে অনেকজন শনাক্ত হলেন।   গতকাল ৮২ জন বিএসএফ জওয়ান আক্রান্ত হওয়ার  খবর এসেছিল।  আজ সেই সংখ্যা ১০১।

আজ শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে ৬ জন বিমান যাত্রী রয়েছেন। এণ্টিজেন টেস্টের মাধ্যমে পাওয়া গেছে ১৭৯ জনকে। আক্রান্তদের সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন ৩০ জন। আজ সবচেয়ে বেশি  ধলাই জেলায়,   ৮৮ জন।। পশ্চিম ত্রিপুরা জেলার আছেন ৪৮, দক্ষিণ ত্রিপুরার ৩, উত্তর ত্রিপুরার ১৩, খোয়াইয়ের ১৪  , গোমতীর ৩৪, সিপাহীজলার ২২ এবং উনকোটি জেলার ১ জন।