একদিনেই ত্রিপুরায় চারজন করোনা আক্রান্ত মারা গেলেন। সব মিলিয়ে এই রাজ্যে মারা গেছেন ১৭ জন। জুলাই মাসের ১১ তারিখ থেকে ২৭ পর্যন্ত ১৬ জন, গতমাসে এক জন মারা গিয়েছিলেন। একজন হাসপাতালের আত্মহত্যা করেছিলেন, পরে দেখা গেছে তিনি কোভিড ওয়ান নাইন পজিটিভ।
গোমতী জেলা সদর উদয়পুরের দু’জন, সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার একজন এবং দক্ষিণ ত্রিপুরা জেলার একজন মারা গেছেন আজ। সবাই পুরুষ। একজনের ক্ষেত্রে জানা গেছে,তার লিভারের সমস্যা ছিল।
একদিনে মৃত্যুর হিসাবে এটাই সবচেয়ে বড় সংখ্যা ত্রিপুরায়। আগে এক দিনে দু’জনের মৃত্যু বেশ কয়েকবার হয়েছে।
গতকালও উদয়পুরের একজন মারা গিয়েছিলেন। জেলা হাসপাতালে তিনি চিকিৎসা পাননি বলে অভিযোগ। হুইল চেয়ারে চিকিৎসার অপেক্ষায় থেকেই মারা গেছেন। শ্বাসকষ্ট হচ্ছিল তার, তিনি অক্সিজেন, ইত্যাদি কিছুই গোমতী জেলা হাসপাতালে পাননি। তার সৎকার হয়েছে আগরতলায়। হুইলচেয়ারে বসা, মাথা ঝুঁকে পড়েছে, এমন একটি ছবিও প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে।
আজ যারা মারা গেছেন, তাদের মধ্যে চল্লিশ বছরের মানুষও আছেন, আছেন চুরাশি বছরের মানুষ।
ত্রিপুরায় তিনদিনের লকডাউন চলছে। ৩০ জুলাই পর্যন্ত চলবে, ২৭ তারিখ থেকে শুরু হয়েছে। তার আগে ১৭ জুলাই থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় সাতদিন লকডাউন ছিল।
সোমবারে নতুন করে কোভিড ওয়ান নাইন পজিটিভ ১৪৭ জন, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৩ জন।