আগরতলায় কংগ্রেস কর্মীরা আজ বিকালে বিক্ষোভ দেখিয়েছেন এসডিপিও অফিসের সামনে। তারা পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন। পোস্ট অফির চৌমোহনী এলাকায় রাস্তায় বসে ছিলেন কংগ্রেস নেতা এবং কর্মীরা। পরে অবশ্য পুলিশ আধিকারিকরা কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে বিক্ষোভ তুলে দেন। বিক্ষোভের কারণে বেশ কিছুক্ষণ রাস্তা বন্ধ ছিল। গতকাল ত্রিপুরায় ছিল চব্বিশ ঘন্টার লকডাউন। সদর জেলা কংগ্রেস সভাপতি নারায়ণ দত্তকে রাস্তায় পেয়ে সদরের পুলিশ আধিকারিক লকডাউন ভাঙার দায়ে তাকে আটক করেন। তার বিরুদ্ধেই বিক্ষোভ, ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস, এবং সুবল ভৌমিকসহ অন্য নেতারা। পীযূষ বিশ্বাস বলেছেন, জেলা কংগ্রেস সভাপতিকে হেনস্থা করেছে পুলিশ। পুলিশ অসহিষ্ণুতায় ভুগছেন।
নারায়ণ দত্তকে আটক করার কিছুক্ষণ পরেই ছেড়ে দেয়া হয়। কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, নারায়ণ দত্ত আগরতলা পুর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ড কমিটির সদস্য হওয়ার সুবাদে সাফাই কাজ তদারকি করতে লকডাউনে বেরিয়েছিলেন।