প্ৰথম খবর

কেন? ব্যাখ্যা দিচ্ছেন ডাঃ শান্তনু ঘোষ

By Master

July 27, 2020

বাড়ি বাড়ি গিয়ে অসুস্থ কেউ আছেন কিনা, থাকলে হবে তার পরীক্ষা।  তাতে আপত্তি কেন,  এতো ভাল করার জন্যই।

ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়ার রাঙাটিলা গ্রামে মানুষ কোভিড ওয়ান নাইন’র জন্য সমীক্ষক দলকে ঢুকতেই দেননি। ডাক্তার, প্রশাসনের অফিসার  বোঝানোর চেষ্টা করেছিলেন। কাজ হয়নি। পরে আবার হয়ত চেষ্টা হবে।

ব্যাখ্যা দিচ্ছেন ত্রিপুরা মেডিক্যাল কলেজ’র সাইকিয়াট্রির আস্যোসিয়েট প্রফেসর ডাঃ শান্তনু ঘোষ।