প্ৰথম খবর

কোভিড আক্রান্ত আরও দুইজন মারা গেলেন ত্রিপুরায়

By Grand Master

July 20, 2020

কোভিড আক্রান্ত আরও দুইজন মারা গেলেন ত্রিপুরায়।

একজন কমলপুর মহকুমার, অন্যজন সোনামুড়া মহকুমার। দু’জনেই মহিলা।

একজন আগরতলা আনার পথেই মারা গেছেন। ত্রিপুরার স্বাস্থ্য সচিব এস কে রাকেশ এই খবর নিশ্চিত করেছেন। তাদের অন্য শারীরিক অসুস্থতাও ছিল, বলেছেন রাকেশ। একজনের বয়স বাহান্ন, আরেকজনের আশি হয়েছিল।

ত্রিপুরায় দশদিনে ছয়জন কোভিড আক্রান্ত মারা গেলেন। পরশু মারা গেছেন দু’জন। একজন ধলাই জেলার ও একজন দক্ষিণ ত্রিপুরা জেলার ছিলেন। জিবিপি হাসপাতালে ভর্তি ছিলেন।

তাদের শেষকৃত্য হয়েছে গতকাল আগরতলায়।

জুলাইয়ের ১২ এবং ১৫ তারিখ ত্রিপুরায় করোনায় দু’জনের মৃত্যু হয়, গত মাসে মারা যান একজন। সব মিলিয়ে সাত ।

তার আগে একজন জিবিপি হাসপাতালের ফ্লু ক্লিনিকে আত্মহত্যা করেন, মারা যাওয়ার পর দেখা গেছে তিনি করোনা পজিটিভ।

ত্রিপুরায় গত সোম থেকে রবি, কোভিড বের করতে মোট টেস্ট হয়েছে ২৪৫২০, মোট পজিটিভ ৮২৪। সেই হিসাবে ৩.৩৬ শতাংশ টেস্ট পজিটিভ। দেখা যাচ্ছে গড়ে প্রায় ৩০ টেস্ট করলে একটি পজিটিভ আসছে। ত্রিপুরায় মোট আক্রান্তের সংখ্যা ২৮৯২ জন।