কোভিড নিয়ে এক অধ্যাপকের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেন আরেক অধ্যাপক।
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাযার্য অধ্যাপক এম কে সিং কোভিড ওয়ান নাইন গাইডলাইন না মেনে বিশ্ববিদ্যালয়ে এসেছেন। নিয়ম না মেনে শিক্ষকদের কোয়ার্টারে গেছেন, ইত্যাদি অভিযোগ, ‘ক্রিমিনাল অফেন্স’ করেছেন তিনি, পুলিশকে লেখা চিঠিতে বলেছেন অধ্যাপক কে এন জেনা। চিঠিতে অবশ্য এম কে সিং-কে ভারপ্রাপ্ত উপাযার্য হিসেবে উল্লেখ করেননি তিনি, লিখেছেন, ‘প্রফেসর, ডিপার্টমেন্ট অব কেমেস্ট্রি ‘।
ত্রিপুরার আমতলি থানায় এই অভিযোগ করা হয়েছে।পুলিশ সূত্রে বলা হয়েছে, তারা অভিযোগের চিঠিটি রেখেছেন, বিষয়টি খতিয়ে দেখছেন।
অধ্যাপক এম কে সিং-র কাছে তার মন্তব্য জানতে চেয়ে ম্যাসেজ করেছে দ্য প্লুরাল কলাম। এখনও তার জবাব পাওয়া যায়নি, পেলে, এখানে তা যোগ করা হবে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কে বি জমাতিয়া গতকাল নোটিশ দিয়ে বলেছেন, ভারপ্রাপ্ত উপাচার্য চৌদ্দ দিন হোম কোয়ারান্টাইনে থাকবেন বলেছেন, দিনের কাজ বাড়ি থেকেই করবেন।