কোভিড রোগী দিনে দিনে বাড়ছে ত্রিপুরায় , রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে কেয়ার সেন্টারগুলিতে, রোগী অসন্তোষের খবর জড়ালো হচ্ছে, রোগীরা রেগে যাচ্ছেন। কনটেনমেন্টে জোনে ক্ষোভ বেরিয়ে আসছে।
দিন কয়েক আগে দক্ষিণ ত্রিপুরার একটি সেন্টার থেকে রোগীরা বেরিয়ে এসে বিক্ষোভ দেখিয়েছেন। বিশ্রামগঞ্জেও খাবার নিয়ে রোগীরা বিরক্ত। একই অভিযোগ আগেও এসেছে।
এমনকী খাবার নিয়ে সমস্যার কথা ডাক্তাররাও এক/দুই বার বলেছেন।
কোভিড ওয়ার্ড থেকেই খাবারের অভিযোগ এনে ছিলেন এক রোগী।
আমপূরা বলে একটি জায়গায় স্বাস্থ্য কেন্দ্রে তালা দিয়েছেন মানুষ, এটি অবশ্য কোভিড সমস্যা নয়।
শ্মশানে মায়ের দেহ সৎকারে এসে , কোভিড ওয়ার্ডে অবহেলার একরাশ অভিযোগ রেখেছেন ছেলে।
ছেলের দাবি তিনি কান দিয়ে দেখেছেন, শ্বাস থেমে গেছে। ওয়ার্ড বয় ছাড়া কেউ আসেন না রোগীর কাছে, ইত্যাদি অভিযোগ।
তার কথায় মনে হয়, তিনি ওয়ার্ডেই ছিলেন মায়ের সাথে , তবে মারাত্মক প্রশ্ন উঠে যায় যে তাহলে তিনি কী করে বাইরে এলেন, কোয়ারান্টাইনে নয়।
স্বাস্থ্য সচিবের কাছে এসব বিষয় রাখা হয়েছে, জবাব পাওয়া যায়নি এখনও , এলেই তা খবরে যোগ করা হবে।
আগরতলার একটি কোভিড কেয়ার সেন্টারে একজন ব্যাথা পান, তাকে হাসপাতালে নিতে দেরি হওয়ায় গেটে এসে ক্ষোভ দেখান রোগীরা। তারা খবার নিয়েও প্রশ্ন তুলেছেন। একটি অ্যাম্বুলেন্স রাখার দাবি জানিয়েছেন।
পুলিশ বলেছে, আবেগে রোগীরা হৈচৈ করেছেন।
এসডিপিও বক্তব্যে সামান্য একটু জায়গায় শব্দ নেই, সেখনে কোভিড রোগীর নাম থাকায় , তা মিউট করে দেয়া হয়েছে।