প্ৰথম খবর

ত্রিপুরায় করোনায় মৃত্যু আরও এক

By Master

July 16, 2020

করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে ত্রিপুরায়। ৩০ বছরের এক যুবক মারা গেছেন আজ আগরতলার জিবিপি হাসপাতালে। তাকে এদিনই খোয়াই থেকে আনা হয়েছিলে, কোভিড শনাক্ত হবার পর। তার অবস্থা কিছুটা খারাপ ছিল বলে আগরতলায় পাঠিয়ে দেয়া হয়। খোয়াই হাসপাতালে আজ তার টেস্ট হয়েছিল।

১২ জুলাই ৭২ বছরের এক প্রবীন মারা যান করোনায় আক্রান্ত হয়ে ত্রিপুরায়। গতমাসে প্রথম মৃত্যুর ঘটনা সামনে আসে এখানে। তারও আগে জিবি হাসপাতালের ফ্লু ক্লিনিকের বাথরুমে এক মহিলা আত্মহত্যা করেন। পরে জানা যায় তিনি কোভিড পজিটিভ।

বুধবার ত্রিপুরায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৯৮ জন। সব নিয়ে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ২২৮২। এদিনের আক্রান্তদের মধ্যে ২৮ জন বিমান যাত্রী, একজন অন্যভাবে এসেছেন,  সাতজন  অন্যদের সংস্পর্শে এসে , ৬২ জন চিহ্নিত হয়েছেন এন্টিজেন টেস্টের মাধ্যমে এবং   যাত্রী।

পশ্চিম জেলার ১২ জন, খোয়াই জেলার ৪, উত্তর ত্রিপুরা জেলার ২০, গোমতী জেলার ২৫, দক্ষিণ ত্রিপুরা জেলার ৬, ধলাইয়ের ১৩, সিপাহীজলার ১৫ এবং উনকোটি জেলার ৩ জন করোনায় আক্রান্ত।

৩৪১২ জনের টেস্ট হয়েছে এদিন।