লকডাউনের মাঝেই প্রকাশিত হল ত্রিপুরার বারো ক্লাশের রেজাল্ট। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক ভবতোষ সাহা সংবাদ সম্মেলন করে ফলাফল প্রকাশ করেন সকালে। এবার পাশের হার সব স্ট্রিম মিলিয়ে ৮০.৮০ শতাংশ। তার মধ্যে কমার্সে পাশের হার ৭৮.৫৬ শতাংশ। আর্টসে পাশের হার ৭৯.৫২ শতাংশ। সবচেয়ে বেশি পাশের হার বিজ্ঞান বিভাগে। সেখানে পাশের হার ৮৯.৮৫ শতাংশ। করোনা মহামারির কারনে এ বছর বারো ক্লাশের বেশ কিছু পরীক্ষা হয় নি। পরে সেসব পরীক্ষা বাতিল করতে হয়। ঠিক হয় ছাত্রছাত্রীরা যেসব পরীক্ষা দিয়েছেন তারা যে বিষয়ে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছেন তার শতকরা হারে বাতিল পরীক্ষাগুলির নাম্বার দেয়া হবে। এসব ফর্মুলায় এবার হল ফলাফল ঘোষণা। বারো ক্লাশের প্রথম দশটি প্লেসের মধ্যে এবার জায়গা করে নিয়েছেন ১৭ জন। প্রথম উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্রী বিপাশা চক্রবর্তী, তার প্রাপ্ত নম্বর ৪৮২। এবার পাশের হারের ক্ষেত্রে সবচেয়ে বেশি সিপাহীজলা। ঐ জেলাতে পাশের হার ৮৪.২৭ শতাংশ। ধলাইতে সবচেয়ে কম পাশের হার, ৭৩.৮৪ শতাংশ। পরীক্ষার্থী ছিল ২৭১৪৭ জন।