ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদের মাধ্যমিক পরীক্ষায় এবার পাশের হার ৬৯.৪৯ শতাংশ। গত বছর ছিল ৬৪.৬০ শতাংশ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা পরীক্ষার ফল ঘোষণা করেছেন। পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেন ৫০, ২৬৫ জন। তার মধ্যে পরীক্ষা বসেন ৪৮, ৪৯৯ জন। ত্রিপুরার ১০৫২ টি স্কুলের ছাত্রছাত্রীরা ৭৭ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন, শুরু হয়েছিল ৩ মার্চ, শেষ হয় ২১ মার্চ। ট্রাইবাল ছাত্রছাত্রীদের পাশের হার ৫৮.৩৭ শতাংশ, এসসি ছাত্রছত্রীদের ৭৩.৩৫ শতাংশ। উপজাতি জেলা পরিষদ এলাকার স্কুলগুলিতে পাশের হার ৪৮.৫৩ শতাংশ। জেলাস্তরে সবচেয়ে বেশি পাশ করেছে গোমতী জেলায় এবং সবচেয়ে কম ধলাই জেলাতে। আশি স্কুলে সবাই পাশ, আর সবাই ফেল পাঁচ স্কুলে। মাধ্যমিকের প্রথম দশে জায়গা করে নিয়েছেন ২৪ জন। মাধ্যমিকের পুরানো সিলেবাসে পরীক্ষার ফল এখনও বের হয়নি।