ত্রিপুরা মেডিক্যাল কলেজে এণ্ড ডঃ বি আর আম্বেদকর টিচিং হসপিটালে প্রসূতি বিভাগ আগামীকাল খুলবে। ৪৮ ঘণ্টার জন্য বন্ধ আছে এই বিভাগ। শুক্রবার রাতে এই হাসপাতালের পাঁচজনকে করোনা আক্রান্ত হিসেবে পাওয়া যায়। তারপরই আটচল্লিশ ঘণ্টার জন্য বন্ধ করা হয় বিভাগটি। ত্রিপুরা মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগ স্যানিটাইজ করার কাজ চলছে। সার্জিক্যাল বিভাগও স্যানিটাইজ করা হয়েছে, একজন রোগী কোভিড পজিটিভ হওয়ায়। একজন ডাক্তারও পজিটিভ। বলেছেন মেডিক্যাল সুপার ডাঃ অরিন্দম দত্ত।
আগেও একবার এই হাসপাতাল অংশত বন্ধ রাখতে হয়েছিল।
ত্রিপুরার প্রধান দুই হাসপাতাল, জিবিপি এবং আইজিএম হাসপাতালের প্রসূতি বিভাগ একবার একসাথে বন্ধ রাখার প্রয়োজন হয়ে পড়েছিল।
সরকারি ডাক্তারদের সংগঠন এটিজিডিএ কোভিড আক্রান্ত ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের জন্য আলাদা ব্যবস্থার দাবি জানিয়ে জিবিপি হাসপাতালের সুপারকে ডেপুটেসন দিয়ে এসে জানিয়েছিল, তখন আক্রান্ত ডাক্তারের সংখ্যা বার।
ডাক্তাররা ডেডিকেটেড কোভিড হসপিটাল’র দাবি আগেও রেখেছিলেন, এখনও রাখছেন।