Society

বাড়ির মানুষ, আত্মীয়,  বন্ধু-বান্ধব থেকেই রক্ত জোগাড় করতে হবে !

By thepongkor

July 17, 2020

 

ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউসন কাউন্সিল বুধবারে নোটিশ জারি করে বলেছে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হওয়া পর্যালোচনায় সিধান্ত হয়েছে, আগে থেকে যেসব অস্ত্রোপচার পরিকল্পনা করা হবে, তাদের বাড়ির মানুষ, আত্মীয়,  বন্ধু-বান্ধব থেকেই রক্ত জোগাড় করতে হবে। তবে প্রয়োজনের নিরিখে ব্লাড ব্যাঙ্কের রক্তের মজুত অনুযায়ী গ্রুপ মিলিয়ে রক্ত পাওয়া যেতে পারে।

দুর্ঘটনা, ইত্যাদির ক্ষেত্রে রোগীর জরুরী অস্ত্রোপচার দরকার হলে  রক্ত দেবে ব্লাড ব্যাঙ্ক, সেটা  মজুতের ওপর নির্ভর করবে।