বাংলাদেশ থেকে ত্রিপুরায় ফিরিয়ে আনা হল ঘোড়া। তার আগে অবশ্য করতে হয়েছে বিএসএফ-বিজিবি (দ্য বর্ডার গার্ড বাংলাদেশ) ফ্ল্যাগ মিটিং। ঘটনা ত্রিপুরার সোনামুড়ায়। এই মহকুমার কলসিমুড়া গ্রামের রাসেল মিয়াঁ বছর দুয়েক আগে একটি ঘোড়া কিনে আনেন। শখ করেই ঘোড়া কিনিছিলেন তিনি। বাড়ির পাশেই বাঁধা থাকত তার খয়েরী রঙের ঘোড়া। দিন সাতেক আগে হঠাথ দেখতে পান তার ঘোড়া সেখানে নেই। খোঁজাখুঁজি করেন গ্রামে এবং আশেপাশে। পরে জানতে পারেন বাংলাদেশে রয়েছে তার ঘোড়া। তিনি তখন ঘটনা জানান বিএসএফের বক্সনগর বিওপিতে। বিএসএফ থেকে যোগাযোগ করা হয়েছিল বিজেবির সঙ্গে। দুই পক্ষে ফ্ল্যাগ মিটিং হয় আজ। ফেরত দেয়া হয় ঘোড়া। জানিয়েছেন রাসেল মিয়াঁ।