ত্রিপুরা প্রদেশ বিজেপি ঘোষণা করেছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা প্রকাশ্যে কোনও রাজনৈতিক মিছিল, জমায়েত, ইত্যাদি করবে না। ঘরোয়া মিটিং হতে পারে, তবে সেখানে কুড়ি জনের বেশি একসাথে থাকবেন না। তাদের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য দাবি করেছেন, সিপিআই(এম)-ই ত্রিপুরায় খুন সন্ত্রাসের রাজনীতি আমদানি করেছে, তাদের সময়েই প্রথম এগুলি হয়েছে। তাদের রাজ্য সাধারণ সম্পাদক টিংকু রায় মন্তব্য করেছেন, সিপিআই(এম)’র সরকার এখন কোথাও নেই, পরে বলেছেন, পশ্চিম বঙ্গে নেই, সিপিআই(এম) ত্রাণের জন্য টাকা কোথায় পায়, তার জানা নেই।